এক মাসের মধ্যে সারাদেশে এমআরপি অফিস
আগামী এক মাসের মধ্যে দেশের সব জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজ শুরু হবে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত নথিতে জানানো হয়েছে, দেশে ২০১০ সাল থেকে কেন্দ্রীয়ভাবে এমআরপি তৈরির কাজ শুরু হয়। বর্তমানে দেশের ৩১টি জেলায় ৩৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং বিদেশে বাংলাদেশের ৪৮টি দূতাবাসে এমআরপি তৈরির কাজ চালু রয়েছে। বাকি ৩১ জেলাতে এক মাসের মধ্যে এমআরপি তৈরি ও বিতরণের কাজ শুরু হবে।
বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার জানান, বৈঠকে পাসপোর্ট তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের হয়রানির বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন মন্ত্রণালয় থেকে জানানো হয়, এক মাসের মধ্যে দেশের সব জেলায় এমআরপি তৈরির কাজ শুরু হবে। এতে সাধারণ মানুষের হয়রানি অনেকাংশে কমবে বলে কমিটি মনে করে।
বৈঠকে জানানো হয়, ইতিমধ্যে এ-সংক্রান্ত পরীক্ষামূলক প্রকল্পের আওতায় মাদারীপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় কাজ শুরু করেছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, আবদুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।