বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে : তোফায়েল


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৪ আগস্ট ২০১৪

বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। রোববার শিল্পকলা একাডেমীতে ‘হূদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতিকে পেছনে ফেরাতে বিএনপি আন্দোলনের হুমকি দেয়। তারা বলে গরম (আন্দোলন), করে নরম। তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের আন্দোলনের অস্ত্র ৫ জানুয়ারির নির্বাচনে ভোঁতা হয়ে গেছে। তবে বিএনপি ষড়যন্ত্র করছে, ভবিষ্যতেও করবে। এসব রুখে দিয়ে আমরা এগিয়ে যাব।

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির পরিকল্পনা ছিল বাংলাদেশকে থাইল্যান্ডে রূপান্তরিত করা, গণতন্ত্রকে ধ্বংস করা। তবে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার দৃঢ়তায় তারা সেটা পারেনি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভিনেতা আতাউর রহমান, দৈনিক মানবকণ্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।