১২ মিনিট বন্ধ ছিল প্রাণের উচ্ছ্বাস
ফ্লাড লাইট সমস্যার কারণে ১২ মিনিট বন্ধ ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে খেলা। খেলায় তখন ৩০ ওভারের ৫ বল হয়ে গেছে। ২০ ওভার ১ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৫৭ রান। ঠিক তখনই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কি যেন হল! বন্ধ হয়ে গেল খেলা।
আম্পায়াররা তখনই কল করেন ড্রিংক্স। কিন্তু সেটাই আর কতক্ষণ! কয়েক মিনিট পড়ে তাই অনেকটা বাধ্য হয়েই ড্রেসিং রুমে ফিরে যান দু’দলের ক্রিকেটাররা।
তবে, এর মিনিট পাঁচেক পর আবারও জ্বলে ওঠে নিভে যাওয়া ফ্লাড লাইট, সেই সাথে জ্বালে ওঠে ৩০ হাজার উপস্থিত দর্শকসহ ক্রিকেট প্রেমি লক্ষ। আবারও শুরু হয় খেলা।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/আরএস/আরআইপি