প্রজনন স্বাস্থ্যসেবায় নিরুৎসাহিত নারী শ্রমিকরা


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

শিক্ষা, অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে নারী শ্রমিকরা নিরুৎসাহিত হচ্ছেন বলে জানিয়েছেন এসএনভি বাংলাদেশ। রোববার রাজধানীর বিজিএমইএ ভবনে এক সেমিনারে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পোশাক কারখানায় কর্মরত কয়েকটি কারখানায় ‘ওয়ার্কিং ফর উইমেন প্রজেক্ট’ নামে একটি অনুসন্ধান চালিয়ে এসব তথ্য পায় সংস্থাটি।

এসএনভি বাংলাদেশ নেদারল্যান্ডস-এর আর্থিক সহায়তায় বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নের কাজ করছে।

সেমিনারে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর পাল স্টিভেন্স বলেন, অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, অনুপযুক্ত পরিবেশ, সেবাপ্রদানকারীর স্বল্পতা, সেবাগ্রহণে অনীহার পাশাপাশি সামাজিক প্রতিবন্ধকতা তাদেরকে যৌন ও প্রজনন স্বাস্থের সেবাগ্রহণে পোশাক শিল্পের নারী শ্রমিকদের নিরুৎসাহিত করছে।

এ অবস্থা থেকে উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে নেদারল্যান্ডসের উন্নয়ন সংস্থা- এসএনভি বাংলাদেশ একটি তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। এসএনভি বাংলাদেশ তার ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্ট এর মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলা শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবে। শ্রমিকদের এইডসসহ বিভিন্ন যৌন রোগের ব্যাপারে সচেতনা বাড়াতেও কাজ করবে এ প্রকল্প।

বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ বলেন, আমাদের দেশে বেশিরভাগ কারখানার নারীরা অশিক্ষিত-অর্ধশিক্ষিত। তিনি বলেন, পোশাক খাতে যেসব নারী শ্রমিক রয়েছে তাদের স্বাস্থ্যের উন্নয়ন হলে কারখানার উৎপাদন ক্ষমতা বাড়বে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ওয়ার্কিং ফর উইমেন প্রজেক্ট টিম লিডার ফাতিবা রাহাত খান, ব্যবস্থাপনা পরিচালক রোবায়েত সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন ছাড়াও সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন এনজিও ও বিজিএমইএ কর্মকর্তারা।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।