গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে গণস্বাক্ষর


প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০১৭

২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। প্রথমবাবের মতো দিবসটি সারাদেশে জাতীয়ভাবে পালিত হয়েছে। তবে দিবসটি জাতীয়ভাবে পালন করা হলেও ২৫ মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি আদায়ে কাজ করছে সরকার।

শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়া গণহত্যা দিবস উপলক্ষে ডিইউজে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাংবাদিক নেতা শাহজাহান মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।

এমইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।