বাংলাদেশে অবস্থানরত মার্কিনিদের জন্য সতর্কবার্তা


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৫ মার্চ ২০১৭

বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশের তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করেছে দেশটি।

শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে দেয়া এক নিরাপত্তা বার্তায় এ আহ্বান জানানো হয়।

নাগরিকদের উদ্দেশ্যে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বার্তায় বলা হয়, প্রত্যেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও ভেবে দেখবেন। স্থানীয় অনুষ্ঠানসহ চার পাশের ব্যাপারে সতর্ক থাকবেন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন। সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ নিন।

এর আগে গত জানুয়ারিতেও সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছিল। অনেককে দেশেও ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, বৃহ্স্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর সড়কের গোলচত্বরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। এর মাত্র এক সপ্তাহ আগে আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলায় আরেক যুবক নিহত হয়।

জেপি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।