মুক্তিযোদ্ধা কোটায় বিশেষ বিসিএস পরীক্ষার দাবি


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৫ মার্চ ২০১৭

শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় সব ক্যাডারে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক কর্মসূচিতে তারা এ দাবি জানান।

২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় ও মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

বক্তারা বলেন, সরকারি কোটা থাকলেও যোগ্যতার দোহাই দিয়ে ইচ্ছাপূর্বক মুক্তিযোদ্ধার সন্তানদের মৌখিক পরীক্ষা থেকে বাদ দেয়া হয়। কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান প্রিলিমিনারি, লিখিত মনস্তাত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার আর কী যোগতার প্রমাণ দিতে হবে?

‘মৌখিক পরীক্ষা কখনই যোগ্যতার মানদণ্ড হতে পারে না। অনেক সময় বলা হয় মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যায় না। অথচ এখনও লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে,’ বলেন তারা।

তাই শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যে বিশেষ বিসিএস পরীক্ষা নিতে সরকারের প্রতি দাবি জানানো হয় মানববন্ধনে।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়ার স্বার্থে সাধারণ প্রার্থীদের দিয়ে মুত্তিযোদ্ধা কোটা পূরণের সিদ্ধান্ত পরিবর্তনের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।

আয়োজক সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন- আমরা মুক্তিযোদ্ধা সন্তানের প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক, সদস্য ইমরান আহমেদ প্রমুখ।

এএস/এমএমএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।