ডাকাত দলের হামলায় ইউপি সদস্যসহ আহত ৬


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৯ এপ্রিল ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাত দলের হামলায় ইউপি সদস্যসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৩টার দিকে একদল ডাকাত দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য আলফু মিয়ার বাড়িতে হানা দেন। এ সময় ডাকাতরা আলফু মেম্বার, তার স্ত্রী, ছেলে-মেয়েসহ মোট ৬ জনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণ, মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।

পারিবারিক সূত্র জানায়, আলফু মেম্বর শনিবার বিকেলে একটি জমি বিক্রি করে ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে আসেন। ওই জমি বিক্রির খবর পেয়ে ডাকাত দল তার বাড়িতে হানা দেন বলে ধারণা করা হচ্ছে।

মোগলাবাজার থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ নিয়ে তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। ডাকাতদের হামলায় আহত আলফু মিয়া, তার স্ত্রী, ছেলে-মেয়েদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।