৪ দিনের রিমান্ডে ইউরেনিয়ামসহ গ্রেফতার ১১ জন
রাজধানীতে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ গ্রেফতার ১১ জনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালত তাদের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- ময়নাল হোসেন সাগর (৪৫), হুমায়ুন কবির (৪৮), কাইয়ুম চৌধুরী (৫৪), কায়েশ আহমেদ (৫৪), খালেক (৪৪), স্বপন মোল্লা (৪৫), ফিরোজ (৪৫), মাহফুজুর রহমান নাসিম (৪২), আসলাম মিয়া (৬১), মইনুদ্দিন সরোয়ার রাজন (৩৫) ও তোফায়েল আহমেদ পাটোয়ারী (৪৮)।
এর আগে শুক্রবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অতি মূল্যবান রাসায়নিক ‘ইউরেনিয়াম’ সদৃশ পদার্থ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানা গেছে।
প্রতারক চক্রটি বিদেশি বায়ারদের ভিডিও ফুটেজ দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করতো বলে অভিযোগ রয়েছে।