বোমা নিষ্ক্রিয়ের সময় দুই পথচারী আহত


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৪ মার্চ ২০১৭

রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকায় বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারবিদ্ধ হয়ে দুই পথচারী  আহত হয়েছেন।

শুক্রবার রাতে বিমানবন্দরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করতে সড়ক বন্ধ করে সেগুলো বিস্ফোরণ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে বোমা নিষ্ক্রিয় করার সময় কোনো ক্ষতি হয়নি। তবে দ্বিতীয়বার বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে স্প্লিন্টারবিদ্ধ হয়ে আহত হন দুই পথচারী।

এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর একটি জিপ গাড়ির গ্লাস ভেঙে যায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের একজনের নাম মঞ্জু মিয়া। তিনি পাবনা থেকে আজই ঢাকায় এসেছেন বলে জানা গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় বোমাটি নিষ্ক্রিয় করতে যখন বিস্ফোরণ করা হয় তখন আগুনের ফুলকি পাশের ভবনের প্রায় ছয়তলা পর্যন্ত চলে যায়।

পুলিশ ধারণা করছে উদ্ধার হওয়া বোমাগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ছিল।

এইউএ/এআর/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।