‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের বিরল কিছু ছবি নিয়ে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার নাজিমউদ্দীন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৫ মার্চ শনিবার থেকে শুরু হবে প্রদর্শনী। চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঐতিহাসিক এ কারাগার দেখার সুযোগ পাবে দেশবাসী।
বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির যৌথ আয়োজনে ১৭১টি বিরল ছবি নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা ১০০ টাকা প্রবেশমূল্য দিয়ে কারাগারের ভেতরে প্রবেশ করতে পারবেন।
টিকিট বিক্রির অর্থের একটি অংশ কাশিমপুরের কারাগারে ডে কেয়ার সেন্টারে শিশুদের খেলাধুলার সামগ্রী ও বই ক্রয়ে ব্যয় হবে।
এআর/এমআরএম/এএইচ/পিআর