স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৪ মার্চ ২০১৭

২৬ মার্চ (রোববার) মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও দেশি-বিদেশি কূটনীতিকরা।

শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাদের চলাচল নির্বিঘ্ন করতে রোববার ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সাভার মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৬ মার্চ বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক/ব্যবহারকারীদের নিম্নোক্ত বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গাবতলী আমিনবাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে সাধারণ যানবাহন এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

এছাড়া টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

এআর/এমএমজেড/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।