তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে


প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৪ মার্চ ২০১৭

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশের আকাশ আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ৫৯ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১১ মিনিটে।

সূত্র : আবহাওয়া অধিদফতর।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।