বাংলাদেশ ব্যাংকে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৭

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় লাগা আগুনের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) আলী আহমদ বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় ডেপুটি ডিরেক্টর (ডিডি) সমেরন্দ্র নাথ বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ারের ডিজি বলেন, আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ আমরা এখনও জানতে পারিনি। এ ঘটনার পেছনে কোনো নাশকতা ছিল কি-না তা জানতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর জানা যাবে আসল কারণ। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, আমরা আগুনের স্থানে ইউপিএস দেখেছি। আগুনের সঙ্গে ইলেক্ট্রনিক্সের সংযোগ থাকতে পারে। সেখানে আমরা কোনো সার্ভারে আগুন দেখতে পাইনি। সেখানে টেবিল চেয়ার ও কাগজপত্র ছিল।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএমের কক্ষের দক্ষিণ-পূর্ব কোণের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

আলী আহমদ বলেন, ৯টা ২৮ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ১২টি ইউনিটে ৭০ জন ফায়ার ফাইটার কাজ করে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকা কর্ডন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কমিশনার ও গভর্নর অবস্থান করছেন।

আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল কি-না জানতে চাইলে ফায়ার ডিজি বলেন, নিজস্ব ফায়ার হাইডেন ছিল। সেটা কাজ করেছে আমরা দেখেছি।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেইউ/এসআই/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।