নারী ও শিশু নির্যাতন রোধে হেল্প লাইন সেন্টারের নম্বর পরিবর্তন


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ মার্চ ২০১৭

নারী ও শিশু নির্যাতন রোধে গঠিত জাতীয় হেল্প লাইন সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। এখন ১০৯ নম্বরে ফোন করে বিনামূল্যে এ সম্পর্কিত সেবা পাওয়া যাবে। আগের(১০৯২১) নম্বরটি পরিবর্তন করে ১০৯ করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশু প্রত্যন্ত অঞ্চলসহ দেশের যেকোনো স্থান থেকে উল্লিখিত নম্বরের হেল্পলাইনের মাধ্যমে সংশ্লিষ্টদের পরিবার বা অন্যান্য সকলে প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশের বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারবেন। হেল্পলাইন ৫ ডিজিটে হওয়ায় এ সংখ্যাটি সবার নিকট তাৎক্ষণিকভাবে মনে রাখা সম্ভব হয় না, বিধায় পরিবর্তন করে ৩ ডিজিটে করা হয়েছে।  
    
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকরী ভূমিকা পালন করবে।

এমইউএইচ/এমআরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।