স্বাধীনতা দিবস থেকে বিমানে বিশেষ খাবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৩ মার্চ ২০১৭

বাংলাদেশ বিমানের সকল আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের খাবারের তালিকায় পরিবর্তন আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ইনফ্লাইট সার্ভিস সুবিধাও। সেবার মানোন্নয়নে  স্বাধীনতা দিবস থেকে এ সুবিধা চালু হবে।

বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে  (বিএফসিসি) আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এম. মোসাদ্দিক আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বিমানের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে আকর্ষণীয় সেবা দিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে লন্ডন সেক্টরে বিমানের নন-স্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীরা বিশ্বমানের যে কোন এয়ারলাইন্সের মতো ‘এ লা কার্ট মেন্যু’র বিচিত্র খাদ্য সম্ভার থেকে পছন্দ অনুযায়ী খাবার নির্বাচন করতে পারবেন। এ ছাড়া এই রুটে বিজনেস ক্লাস যাত্রীরা ‘অল ডে ডাইনিং’ সুবিধার আওতায় ফ্লাইট চলাকালীন যে কোন সময় চাহিদামত খাবার খেতে পারবেন।

তিনি আরও বলেন, শীঘ্রই সকল আন্তর্জাতিক রুটে পর্যায়ক্রমে এ সুবিধা চালু করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বিএফসিসি হতে বিমানসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক, টার্কিস এয়ারলাইন্স ও ড্রাগন এয়ার খাবার সরবরাহ নিচ্ছে। এছাড়া বিএফসিসি হতে আরও ১৪ বিদেশি এয়ারলাইন্স ক্যাজুয়াল মিলসহ কেবিন ড্রেসিংয়ের সুবিধা নিচ্ছে। বিএফসিসি প্রতিদিন ৮,৫০০ মিল তৈরি করে থাকে। হজের সময় প্রতিদিন এ মিলের সংখ্যা দাঁড়ায় ১২০০০ এ।

অনুষ্ঠানে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক  আতিক সোবহান বলেন, বিমান বহরে এখন রয়েছে ব্র্যান্ডনিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও বোয়িং ৭৩৭-৮০০ নিউ জেনারেশন এয়ারক্রাফট। অতীতের যে কোন সময়ের তুলনায় বিমান বহরের উড়োজাহাজগুলো  আধুনিক ও নবীন। এ সকল উড়োজাহাজে রয়েছে বিশ্বমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্টের (IFE) ব্যবস্থা। এর মাধ্যমে যাত্রীরা ভ্রমণকালীন সময়ে পছন্দ অনুযায়ী গেমস, নাটক, সিনেমা ও গান  দেখার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও উপ-মহাব্যবস্থাপক বিএফসিসি জামাল উদ্দিন তালুকদার, এফএসএস চৈতী, এফএসএস মল্লিকা, এফএস নেহাল প্রমুখ।

আরএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।