বিশ্ব আবহাওয়া দিবস আজ


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৩ মার্চ ২০১৭

আজ ২৩ মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস।  ১৯৫১ সাল থেকে সারা বিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘জানতে হবে মেঘের গমন (আন্ডারস্ট্যান্ডিং ক্লাউড)’।  আবহাওয়া, জলবায়ু ও পানিব্যবস্থায় মেঘের গুরুত্ব বিবেচনায় রেখে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য রাষ্ট্র রয়েছে।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।