অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলকে ৮ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে পিনাক ঘোষ (৭৬) মেহেদী হাসান মিরাজ (৬৩) সাইফ হাসান (৩৩) ও শাফিউল হায়াত হৃদয় (২৭) রান করেন। বল হাতে দক্ষিণ আফ্রিকার জায়েদ আব্রাহাম একাই ৬টি উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া ২৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় সফরকারীরা। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ রান সংগ্রহ করেন রিভালদো ও পিটার। দলীয় ১০৮ রানে ব্যক্তিগত ৫০ এ পিটারকে সাজঘরে ফেরান সালেহ আহমেদ শাওন।
এরপর বেশ কয়েকটি জুটি গড়ে ৪ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে ফেলে সফরকারীরা। জাগিয়ে তোলে জয়ের স্বপ্ন। কিন্তু এরপরই বাংলাদেশের বোলার মো. সাইফউদ্দিন চেপে ধরেন প্রোটিয়া যুবাদের। বাকি ৫৬ রান তুলতেই আরো ৫টি উইকেট হারায় প্রোটিয়ারা। এই ৫টি উইকেটই নেন সাইফউদ্দিন।
ফলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রানের বেশি করতে পারে না দক্ষিণ আফ্রিকা দল। বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন মো. সাইফউদ্দিন।
এমআর/আরআই