চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে: বিজিবি মহাপরিচালক


প্রকাশিত: ১১:২০ এএম, ১৭ এপ্রিল ২০১৫

প্রয়োজন সাপেক্ষে আরো নতুন বিওপি পোস্ট স্থাপন, নতুন সীমান্ত হাট ও গরুর করিডোর স্থাপনের পরিকল্পনা সরকারের ঊর্দ্ধতন মহলে জানানো হয়েছে। তবে এসব ক্ষেত্রে প্রশাসনিকভাবে কিছুটা সময় ও সীমাবদ্ধতা রয়েছে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কার্যালয়ে লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বর্ডার গার্ড মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি শুধু আমাদের কথা বলতে নয় বরং আপনাদের কথাও শুনতে এসেছি, আপনারা তথ্য দিন, ভালো কাজে বিজিবিকে সহায়তা করুন।

তিনি আরো বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি যৌথভাবে কাজ করে আসছে। দেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী হিসেবে বিজিবির সদস্যরা সরকার যতদিন চাইবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকল্পে অন্যান্য বাহিনীর সাথে বা পাশাপাশি দায়িত্ব পালন করে যাবে। চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেই। বিজিবি অবৈধ মালামাল উদ্ধারের পাশাপাশি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভালো কাজের জন্য বিজিবি সদস্যদের পুরস্কৃত করা হবে।

এ সময় রংপুরের বিজিবির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রংপুর সেক্টর কমান্ডের কর্নেল মো. জুলফিকার আলী, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিবির মহা পরিচালক লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবির অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে বিজিবির মহাপরিচালক কুড়িগ্রাম জেলার বিজিবি ক্যাম্প ও স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।