ফেলানী হত্যা বিশ্বকে নাড়া দিয়েছে : বিজিবি মহাপরিচালক


প্রকাশিত: ০৮:০১ এএম, ১৭ এপ্রিল ২০১৫

ফেলানী হত্যার ঘটনা শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ। শুক্রবার কুড়িগ্রাম ৪৫-বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শনে এসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, আমাদের দাবির মুখে ভারত ফেলানী হত্যার পুনর্বিচার শুরু করেছে। আশা করি প্রত্যাশা অনুযায়ী রায় হবে। তবে কবে রায় হবে তা আদালতের বিষয়।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে নয়, সাংবিধানিক দায়িত্ব পালন করছে। বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা হবে না।

সীমান্তে গুলি নয়, রাবার বুলেট ব্যবহারের প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএসএফ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রাহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুড়িগ্রাম ৪৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাকির হোসেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ, পুলিশ সুপার তবারক উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।