শাহ আমানতে বিপুল পরিমাণ স্মার্টফোন জব্দ


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৭ এপ্রিল ২০১৫

শাহ আমানত বিমানবন্দরে তল্লাশী চালিয়ে ৪৬টি স্যামসাং ও ১২টি এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত এসব স্মার্টফোনের দাম প্রায় ১০ লাখ টাকা।

বিক্রয় ও আমদানীতে সরকারি পলিসি অর্ডার অনুসরণ না করায় এসব জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, দুবাই জি-৯৫২১ বিমানে করে সকাল সাড়ে ৯টার দিকে মো. ইয়াসির (পাসপোর্ট ভিই০৬৮৩৬৬৮) নামে এক ব্যক্তি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি কাস্টম হলের ভেতর দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তল্লাশী চালানো হয়। এসময় তার কাছে থাকা দুটি ব্যাগ থেকে ওই স্মার্টফোন গুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসি উম্মে নাহিদা আক্তার।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।