পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভি কে সিং


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৪ আগস্ট ২০১৪

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করছেন সফররত ভারতের পররাষ্ট্র ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নসংক্রান্ত প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনীতিক সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর, ট্রানজিট, বিদ্যুৎ, যোগাযোগ, স্থলসীমান্ত চুক্তি, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও পানিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিমন্ত্রীর আলোচনা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নসংক্রান্ত প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভি কে সিং জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহসাই ঢাকা সফর করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিমন্ত্রীর বৈঠকের সময় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মোহাম্মদ আলী, নিটল-টাটার চেয়ারম্যান মাতবুল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নই তার সফরের মূল উদ্দেশ্য। ‘এ নিউ ফেইস ইন বাইলেটারাল ইকোনমিক রিলেশনস’ শীর্ষক একটি সেমিনারে তিনি রবিবার রাজধানীর একটি হোটেলে বক্তব্য রাখবেন।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি), কলকাতা এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) বাংলাদেশে ভি কে সিংয়ের সফর উপলক্ষে ওই সেমিনারের আয়োজন করেছে। এতে সহায়তা করছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস। সেমিনারে জ্যেষ্ঠ আইন প্রণেতা, দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও সংশ্লিষ্টরা অংশ নেবেন।

ভি কে সিং শনিবার বিকেলে জেট এয়ারের একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছান। ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া নিটল-টাটার চেয়ারম্যান মাতবুল আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।