রাজউক চেয়ারম্যানের মেয়াদ এক বছর বাড়ল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূইয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন জয়নাল আবেদীন ভূইয়া।
রাজউক সূত্রে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান তাঁর প্রায় এক বছরের কর্মকালে রাজউকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। তিনি নয়নাভিরাম হাতিরঝিল প্রকল্পের শেষ পর্যায়ের কাজ করছেন। এ ছাড়া কুড়িল ফ্লাইওভার, কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত ৩০০ ফুট রাস্তার কাজ, পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ এবং উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের কাজসহ অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মেয়াদ বাড়ানোর পর আগামী বছরের ২১ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হবে। এদিকে একই দিনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োজিত আবদুচ ছালামের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিত মুখার্জীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই পদে এ এইচ এম ফোয়াদকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
এআরএস/এমএস