ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়া নিয়ে আয়োজন


প্রকাশিত: ০৫:১৫ এএম, ২৪ আগস্ট ২০১৪

অনলাইনের পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। এই বিশ্বকোষে ব্যবহারকারী ও তথ্য নিবন্ধন সর্ম্পকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ আগষ্ট বিকেল ৪টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে।

উইকিপিডিয়াতে তথ্যভূক্তি ও ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়ার প্রশাসক, স্বেচ্ছাসেবকরা  দিক নির্দেশনা প্রদান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ যেকেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন। উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিপিডিয়ার ১০ বছর উদযাপন উপলক্ষ্যে আউটরিচ প্রোগ্রামের আওতায় এই আয়োজন করছে। ফেসবুক ইভেন্ট লিংক: http://goo.gl/JtcKO7

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।