বেনাপোলে ৭০ লাখ টাকার কসমেটিকস উদ্ধার


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার সকালে বেনাপোলের রাজাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্যের চালানটি আটক করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে চোরাইপথে বিভিন্ন পণ্য এনে রাজাপুর এলাকায় মজুদ করেছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, ইমিটেশন জুয়েলারি চেইন, সিটি গোল্ডের চুড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মূল্য ৭০ লাখ টাকা। মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।