রাজধানীতে ১০৯ ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা শুরু


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৯ মার্চ ২০১৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে নগরীর ‘ঝুঁকিপূর্ণ ভবন’ অপসারণের অংশ হিসেবে ধলপুর ক্লিনার কলোনিতে ক্লিনারদের একটি ভবন ভাঙা হয়। এ সময় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

bhaban

সাঈদ খোকন সাংবাদিকদের জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে অন্য ভবনগুলো ভেঙে ফেলা হবে।

bhaban

তিনি বলেন, নির্বাচিত মেয়র হিসেবে এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। সরকারি ও বেসরকারি এ ভবনগুলো (১০৯টি) দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হলো।

এমএসএস/জেডএ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।