একটিতে জামিন পেলেন ফখরুল, তিন মামলায় রুল


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ী পোড়ানো সংক্রান্ত একটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত মতিঝিল ও পল্টন থানায় গাড়ী পোড়নোসহ নাশকতার অভিযোগে আনা আরও তিনটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না -তা দুই সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে। আইনজীবী সগির হোসেন লিওন সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত এটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

গত ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।