জাবিতে ছাত্রদল নেতাকে বেধড়ক পেটালো ছাত্রলীগ


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৬ এপ্রিল ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুলকে বেধড়ক পিটিয়েছে একই হল শাখা ছাত্রলীগের সভাপতি ও নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আহত আশরাফুল বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগির ৩৯তম আবর্তনের ছাত্র।

শহীদ রফিক-জব্বার ছাত্রলীগের সভাপতি নওশাদ অনিকের নেতৃত্বে ৭/৮ ছাত্রলীগের নেতা-কর্মী একই হল শাখার ছাত্রদলের আহ্বায়ক আশরাফুলকে বেধড়ক পেটায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করতে এলে তার উপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে সাভারের
একটি হাসপাতালে ভর্তি করে।

রফিক-জব্বার ছাত্রলীগের সভাপতি নওশাদ অনিক বলেন, উপাচার্যের বাসার সামনে ককটেল হামলা ও বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকায় তাকে আমরা ধরতে গিয়েছিলাম। কিন্তু, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জুনিয়র কর্মীরা তাকে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি ঢাকায় থাকার কারণে এ বিষয়ে কিছু জানি না।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।