মানব পাচারকারী চক্রের দুই সদস্য আটক


প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৮ মার্চ ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আবুল হোসেন হেলাল (৩৫) ও বিপ্লব রায় (২০)।

শুক্রবার রাত ৩টায় বিমানবন্দরের সামনে নির্মাণাধীন একটি ভবনের পাশে অভিযান চালিয়ে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম তাদের আটক করে।

পুলিশ জানায়, আটককৃত হেলাল ও বিপ্লবের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত মালয়েশিয়ার ভিজিট ভিসাসহ ৬টি পাসপোর্ট ও ৬টি এয়ার টিকিটসহ হোটেল বুকিং কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, আবুল হোসেন হেলাল গাজীপুরের টঙ্গী এলাকার মৃত. আব্দুল মালেকের পুত্র। বিপ্লব রায় যশোরের কেশবপুরের মহিতোষ রায়ের ছেলে।

আরএম/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।