জয়পুরহাটে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে আহত ৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পুলিশ-ডাকাত বন্ধুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সূত্র জানায়, পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোবারক আলীর বাড়ির প্রাচীর টপকে ৪০-৫০ জনের ডাকাতদল বাড়ির মধ্যে প্রবেশ করে। প্রথমে তারা গৃহকর্তার হাত-পা বেঁধে তার লাইসেন্সকৃত এক নলা বন্দুক ও গুলি কেড়ে নেয়। তারপর পর্যায়ক্রমে তারা সব রুমের আলমারি, সিন্দুক ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পাঁচবিবি থানা পুলিশের টহলরত উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বাড়ির আশেপাশের লোকজনের চিৎকার শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে পুলিশও ৬ রাউন্ড গুলি করে। এসময় ডাকাতের আঘাতে পুলিশ কনস্টেবল ইসমাইল, আজিজ, আজহারুল ইসলাম আহত হয়। বর্তমানে তারা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএস/এমএএস/আরআই