আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৫:০১ এএম, ১৮ মার্চ ২০১৭

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাস দমন আইনে ৭-৮ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

শুক্রবার রাতে এই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম। মামলার বাদী র‌্যাবের এস আই রাশেদুজ্জামান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরের দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অস্থায়ী ক্যাম্পে এক যুবক আত্মঘাতী বোমা হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন।

আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন এলাকায় র‌্যাবের প্রস্তাবিত সদর দফতর নির্মাণাধীন। সেখানে ওই যুবক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে। এ সময় সেখানে গোসল করছিলেন কয়েকজন র‌্যাব সদস্য। তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে আত্মঘাতী যুবক নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।