চবিতে সাংবাদিককে হুমকি দেয়ায় জিডি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৩ আগস্ট ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাসনীম হাসানকে হুমকি দেয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার হাটহাজারী মডেল থানায় তিনি এ ডায়েরি করেন, যার জিডি নং: ১১৮২।

জিডিতে উল্লেখ্য করা হয়, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। এ সংক্রান্ত খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা তাসনীমকে প্রাণনাশের হুমকি দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, সাংবাদিক তাসনীম হাসানকে হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার প্রতিবাদে রোববার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও সমিতির সাধারণ সম্পাদককে হুমকির বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।