রাজশাহী মহানগর বিএনপি নেতার পদত্যাগ


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০১৪

ব্যাক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী মহানগর বিএনপি`র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পদত্যাগ করেছেন । শনিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। যার অংশ হিসেবে স্থানীয় পত্রপত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা-বানোযাট সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি ব্যবসায়িক কাজে খুলনায় এবং তার ছোট ভাই নাজির হাসান ঢাকায় অবস্থানের সময় স্থানীয দুইটি পত্রিকা তাদের জড়িয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেছে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, গত ২০ তারিখে তারা দাশপুকুর মোড়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। যদিও উক্ত এলাকায় এ ধরনের কোন ঘটনায় ঘটেনি। ওইদিন খৃষ্টান মিশন মোড়ে মাদকাসক্ত যুবকদের বিরোধের জের ধরে একটা মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার মোটরসাইকেল এবং যিনি অগ্নিসংযোগ করেছেন উভয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। অথচ শুধু হয়রানি করানোর জন্য ঘটনার সাথে শফিকুল ও তার ভাইয়ের নাম জড়িয়ে দিয়েছে ষরযন্ত্রকারীরা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনীতি করার কারণে তার প্রতিপক্ষরা নানান ধরনের স্বরযন্ত্র করছে। বিভিন্ন সময় মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছে। এতে কেবল রাজনৈতিকভাবে নয়, তিনি ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে তিনি সব ধরনের রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।