ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিস্পোজাল ইউনিট


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৭ মার্চ ২০১৭

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে এক যুবকের আত্মঘাতী বোমা হামলার পুরো ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

ক্যাম্পে আরো কোনো বোমা আছে কিনা সেই শঙ্কায় এই তল্লাশি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এক কর্মকর্তা।

তিনি বলেন, পুরো ক্যাম্প এলাকায় সুইপিং (তল্লাশি) করছে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

এই তল্লাশী চলার কারণে ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন।

উল্লেখ্য, রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে দুপুর চালানো এই আত্মঘাতী হামলায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া এই হামলায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন।  

তিনি জানিয়েছেন, হাজি ক্যাম্পের সঙ্গে নির্মাণাধীন কার্যালয়টিতে এক ব্যক্তি দেয়াল টপকিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে গোসল করছিলেন অন্য র‌্যাব সদস্যরা। তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।