এমপিদের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ মার্চ ২০১৭
ছবি- সংগৃহীত

সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৪ জন কর্মকর্তা বাংলাদেশের কয়েকজন সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তারা সাক্ষাৎ করেন।

এ সময় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, পংকজ নাথ, সুকুমার রঞ্জন ঘোষ, মো. মনিরুল ইসলাম, জিয়া উদ্দিন আহমেদ (বাবলু), ফজিলাতুন নেসা বাপ্পি, মাহজাবিন খালেদ, ওয়াসিকা আয়শা খান এবং নুরজাহান বেগম মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতারা বাংলাদেশের সংসদের গঠন, সংসদীয় কার্যপ্রণালী, সংসদীয় স্থায়ী কমিটি ইত্যাদি বিষয়ে অবহিত হন।

মতবিনিময়কালে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।