বৈশাখী উৎসবে মাতোয়ারা সাভার


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে রাজধানীর উপকণ্ঠ সাভার। গতকাল মঙ্গলবার সাভার পৌরসভার তালবাগ মাঠে শুরু হয়েছে এ মেলা। আজ বুধবার মেলার ২য় দিন চলছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

এদিকে মেলাকে ঘিরে সাভার জুরে শুরু হয়েছে মানুষের মিছিল। বিকেল থেকেই দলে দলে লোকজন মেলায় অংশ নিচ্ছে। মেলার আয়োজনে বাঙালিয়ানার ছাপই বেশী আকৃষ্ট করছে দর্শনার্থীদের। মেলার ভিন্ন ধর্মী আয়োজন হৃদয় ছুয়ে গেছে দর্শনার্থীদের। বাঙালির ইতিহাস ঐতিহ্য কোনো কিছুর কমতি নেই এতে।

নাগরদোলা, যাদু, সাপ খেলা, গরুর গাড়িসহ নানা পণ্যের পসরা সাজিয়ে প্রায় একশত স্টল বসেছে মেলায়। রয়েছে আরএফএলের বিভিন্ন পণ্যের তিনটি স্টলও।

প্রাণ আরএফএলের ইভেন্ট কো-অর্ডিনেটর ইয়াসির বাংলা জানান, সাভারে সর্বজনীন এই উৎসবকে বর্নিল করার চেষ্টা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। দর্শনার্থীদের মাঝে যে আনন্দ ছড়িয়ে পড়েছে সেটি সাভারে বছর জুড়ে বিদ্যমান থাকুক আমরা সেটিই চাই।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।