বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশে খুশির দিন


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৬ মার্চ ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এমন সুন্দর স্বাধীন দেশ আমরা পেতাম না। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন দেশকে নিয়ে। ভালোবাসতেন শিশুদের। তাই তার জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে আমরা পালন করি। বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের দিন, বাংলাদেশের খুশির দিন।

বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমির মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ১১ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শিশুদের উদ্দেশ্যে চুমকি বলেন, বঙ্গবন্ধু ও দেশকে জানতে হলে বই পড়তে হবে। বই পড়ে জ্ঞানে গুণে বড় মানুষ হতে হবে। সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণের মাধ্যমে আগামীতে ছোটদের আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশক মিজানুর রহমান এবং শিশুসাহিত্যিক আখতার হুসেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
 
এমএসএস/আরএস/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।