দুর্ঘটনায় তলা ফেটে আংশিক নিমজ্জিত এমভি নাসা


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০১৪

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনা কবলিত হয়ে এমভি নাসা নামের একটি লাইটার (ছোট) জাহাজ তলা ফেটে আংশিক ডুবে গেছে। শনিবার সকালে ১২০০ টন সিমেন্ট নিয়ে জাহাজটি ক্লিঙ্কার ছিল।

বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ জানান, এমভি ডব্লিউএভিআই-ওয়াদি-এল ভসবান নামের একটি মাদার ভেসেল থেকে ক্লিঙ্কার খালাস করছিল এমভি নাসা। এসময় মাদার ভেসেলটির অ্যাঙ্কর ছুটে যাওয়ায় এমভি নাসা আগে থেকেই নিমজ্জিত এমভি সুন্দরবন -১ নামের অপর একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে এর তলা ফেটে যায়। দ্রুত এটিকে পতেঙ্গা বন্দরের কাছাকাছি টেনে আনা হয়। এসময় ইস্ট বেঙ্গল নামের অপর একটি জাহাজ এমভি নাসার ১৩ নাবিককে উদ্ধার করে।

তবে ক্ষতিগ্রস্ত ছোট জাহাজটি তীরের কাছাকাছি এনে রাখা হয়েছে। ফলে বহির্নোঙরে জাহাজ চলাচলে কোনও সমস্যা হচ্ছে না বলে জানেয়েছেন বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।