সিলেটে থেকে চালু হলো ‘ফ্লাই দুবাই’


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৬ মার্চ ২০১৭

সিলেটে থেকে চালু হলো দুবাইভিত্তিক এয়ারলাইন্স ‘ফ্লাই দুবাই।’ ফ্লাই দুবাইয়ের উদ্বোধনী ফ্লাইট বৃহস্পতিবার সিলেটে অবতরণ করে।
 
ফ্লাইটটি অবতরণকালে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ফ্লাই দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল ফর জিসিসি সুধীর শ্রীধরণ, উপমহাদেশ ও আফ্রিকার নেতৃত্বে ফ্লাই দুবাইয়ের একটি প্রতিনিধি দল, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য।  
 
এটি বাংলাদেশে ফ্লাই দুবাইয়ের তৃতীয় গন্তব্যস্থল। এ রুটে চলতি বছরের ১৬ মে থেকে সপ্তাহে ৬টি ফ্লাইট চলবে।

জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এর কার্যক্রম চালানো হবে।

রুট  উদ্ভোধনের আগে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে সুধীর শ্রীধরণ বলেন, সর্বাত্মক সহযোগিতার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ২০১১ সালে ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট কার্যক্রম চালু করেছি। আমরা অত্যন্ত আশাবাদী যে, বহির্বিশ্বের বিভিন্ন গন্তব্যে সিলেটের যাত্রীরা সরাসরি ও সুবিধাজনক ফ্লাইট পেয়ে উপকৃত হবে।  
 
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ফ্লাইট শুরুর পর, ফ্লাই দুবাই এ পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি যাত্রী বহন করেছে। নতুন গন্তব্য সিলেটসহ ফ্লাই দুবাই এখন সপ্তাহে বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যে ২৭টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে।

আরএম/এমআরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।