বঙ্গবন্ধুর জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) দেশের সব সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
 
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

যথানিয়মে চালু থাকবে হাসপাতালগুলোর জরুরি ও ইনডোর সেবা। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না।  

ওই দিন সকল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের উন্নতমানের খাবারও পরিবেশন করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।  

এএসএস/এমএমএ/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।