কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে কিছু সতর্কতা


প্রকাশিত: ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০১৫

চোখের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য অনেকেই কন্ট্যাক্ট লেন্স পরেন। কিন্তু অতিরিক্ত সময় কন্ট্যাক্ট লেন্স পরে থাকার কারণে যথেষ্ট অক্সিজেন না পেয়ে কর্নিয়ার কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে, চোখ হয়ে উঠতে পারে ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরক্ষাবিহীন। এমনকি কন্ট্যাক্ট লেন্স সারারাত পরে থাকাও একেবারে অনুচিত। দীর্ঘ সময় কন্ট্যাক্ট লেন্স পরে থাকলে, কন্ট্যাক্ট লেন্স সলিউশন সময়মত পরিবর্তন না করলে, কন্ট্যাক্ট লেন্স কেস পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়ার কারণে অন্যান্য ইনফেকশন হতেই পারে। তাই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে মেনে চলুন কিছু সাবধানতা-

১. অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে লেন্স ব্যবহার করবেন।

২. চোখে পানি ঢুকতে পারে এমন পরিস্থিতিতে লেন্স খুলে রাখুন।

৩. কন্ট্যাক্ট লেন্স সলিউশন বার বার ব্যবহার করবেন না।

৪. কন্ট্যাক্ট লেন্স সলিউশনের বদলে পানি বা অন্য কোনো তরল ব্যবহার করবেন না।

৫. দুই থেকে তিন মাস পর পর কন্ট্যাক্ট লেন্স কেস পরিবর্তন করুন।

৬. চোখে অস্বস্তি বোধ হলে সাথে সাথে খুলে ফেলুন কন্ট্যাক্ট লেন্স।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।