বাংলাদেশ এশিয়ার পরবর্তী বাঘ : মজীনা


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৩ আগস্ট ২০১৪

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমি সত্যিকারেই বিশ্বাস করি, মালয়েশিয়ার পর বাংলাদেশ এশিয়ার পরবর্তী বাঘ ও অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে। দেশটির তৈরি পোশাক শিল্প এ স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে।’

মজীনা আরও বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের পোশাক খাত একদিন পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পে পরিণত হবে। এ খাতে বাংলাদেশ বিশ্বে আস্থার একটি জায়গায় আছে। জেএসপি পাওয়ার শর্ত পূরণেও দেশটি এগিয়ে যাচ্ছে।’

জেলার শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার ডার্ড কম্পোজিট নামে একটি পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

কারখানা পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ইউএস এইড মিশন প্রধান ইয়ানিনা জারজেলসকি, কারখানাটির চেয়ারম্যান ইতেমাদ উদ-দৌলাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।