স্পেনে মেশিন রিডেবল পাসপোর্ট করতে করণীয়


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর কার্যক্রম গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর থেকে প্রতিনিয়তই এমআরপি পাসপোর্ট তৈরির জন্য কাজের চাপ বাড়ছে দূতাবাসের।

অনেক আবেদনকারী প্রয়োজনীয় তথ্যটুকু না জেনেই ভিড় করেন পাসপোর্ট তৈরির জন্য। ফলে কাজ সম্পন্ন না করেই ফেরত আসতে হচ্ছে তাদের। ফোনের মাধ্যমে তথ্যসেবা পেতেও অনেক আবেদনকারীর বেগ পেতে হচ্ছে। এই তথ্য সংশ্লিষ্ট কোনো ওয়েব সাইট না থাকার কারণে ইন্টারনেটের মাধ্যমেও অনেকে জানতে পারেন না তথ্য।

জাগো নিউজের স্পেন প্রতিনিধি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে এমআরপি পাসপোর্টের জন্য করণীয় সম্পর্কে দূতাবাসে যোগাযোগ করলে তারা নিম্নোক্ত নিয়মাবলীর কথা জানিয়েছেন।

আবেদনকারীকে যা করতে হবে :
বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট (www.passport.gov.bd) থেকে এমআরপি পাসপোর্ট আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি) বা জন্ম নিবন্ধন সনদ, পুরনো পাসপোর্টের ফটোকপি এবং ১ কপি ছবি।

এছাড়া পাসপোর্ট তৈরির ফি বাবদ ১১০ ইউরো দিতে হবে। আবেদনকারীকে উপস্থিত থেকে দূতাবাসে নিজের ফিঙ্গার প্রিন্ট ও ছবি তুলতে হবে। আবেদনপত্র জমা দেয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাসপোর্ট প্রদানের তারিখ জানিয়ে দেবেন।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।