পারসোনার ৬৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৩ মার্চ ২০১৭

দেশের প্রথম সারির পারসোনা বিউটি কেয়ারের বিরুদ্ধে প্রায় ৬৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ঢাকার কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট।

সোমবার পারসোনা মিরপুরের ৬ নম্বর শাখায় অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির এসব দলিলপত্র সংগ্রহ করে কমিশনারেটের প্রিভেনটিভ দল। অভিযানে অংশ নেয়া সবাই ছিলেন নারী।

এক বার্তায় প্রিভেনটিভ দল জানায়, নারী প্রিভেনটিভ দল মিরপুর-৬ নম্বরের পারসোনা বিউটি কেয়ারে ভ্যাট ফাঁকি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ করে অভিযান দল। এগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি মোট ৬২ লাখ ৮১ হাজার টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী নারী সদস্যরা হচ্ছেন প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার নির্ঝর আহমেদ, সহকারী কমিশনার শাকেরা খাতুন, সহকারী রাজস্ব কর্মকর্তা নাবিলা আহসান চৌধুরী, তাছলিমা রাজিয়া, শারমিন আরা লিসা, মোছা. সেলিনা খাতুন, লিলি, সেলিনা আক্তার, সিপাই সাবিনা ইয়াসমিন ও রুনা।

ভ্যাট কমিশনারেট জানায়, ‘নারী সদস্যদের দ্বারা পরিচালিত এ ধরনের অভিযান শুধুমাত্র বিউটি পার্লারেই নয় বরং অন্যান্য প্রতিষ্ঠানেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।’

এআর/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।