জাপানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৪

জাপানের পশ্চিমাঞ্চলের হিরোশিমা শহরের পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকর্মীরা শনিবার আরও দুইজনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ৪২ জনে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন হিরোশিমা পুলিশের এক মুখপাত্র।

গত বুধবার প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিখোঁজরা ভূমিধসের কাদার নিচে জীবন্ত চাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

ভূমিধসে ধ্বংস হওয়া বাড়ির নিচে চাপা পড়াদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। অগ্নিনির্বাপণ কর্মী ও সেনারা যেখান থেকে সম্ভব হচ্ছে সেখান হাত ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন। অন্যদিকে কারও জীবিত থাকার সম্ভাবনায় ভারি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রেও তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করছেন।

বৃষ্টির কারণে ওই এলাকার উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। শনিবার সকাল থেকে ওই এলাকার প্রবল বৃষ্টি বন্ধ হলেও সন্ধ্যা নাগাদ পুনরায় বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়াবিদদের এমন পূর্বাভাসে সতর্ক রয়েছেন প্রায় ৩ হাজার উদ্ধারকারী, সেনাসদস্য ও পুলিশ কর্মকর্তারা।

নতুন করে ভূমিধসের আশঙ্কায় ওই এলাকার প্রায় ৪ হাজার ৫শ’ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শহরটির স্থানীয় প্রশাসন। সূত্র: এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।