নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৩ আগস্ট ২০১৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে পুলিশের সঙ্গে একটি শিল্প কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা ও শ্রমিকদের পাল্টা ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন। সকাল সাড়ে আটটার দিকে কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কের ওপরে বসে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদের ভাষ্য, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।