অবৈধভাবে দখল করা রাস্তা উদ্ধার করা হবে


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৩ আগস্ট ২০১৪

সড়ক ও জনপদ অধিদপ্তরে কর্মরত প্রকৌশলীদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কের যে সকল যায়গা অবৈধ দখলে আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে লোকাল অফিসের সঙ্গে কথা বলে সেগুলো উদ্ধার করতে হবে। আর যেসব জায়গা রাজনৈতিক কারণে দখলে আছে সেগুলো মন্ত্রণালয়ের হস্তক্ষেপে উদ্ধার করা হবে।’

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার দুপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডের অগ্রগতি ও সার্বিক আলোচনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কিছু কিছু লোক আপনাদের হয়ে আমার কাছে আসে। সেটা কেন আসে আমি জানি। আপনারা বদলির জন্য রাজনীতিবীদদের দিয়ে আমার কাছে তদবীর করবেন না।’

যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা রাজনীতিবীদদের দিয়ে তদবির না করিয়ে সঠিক ভাবে বদলির জন্য আবেদন করুন। এ সময় তিনি বলেন, ‘কোনো রাজনীতিবীদ যদি কারোর জন্য তদবীর করে তাহলে তাকে নোটিশ দিয়ে ডাকা হবে।’

যানবাহন চলাচলের সুবিধার জন্য অবৈধ দখল করা রাস্তা উদ্ধার করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘যানবাহন চলাচলের জন্য যতটুকু রাস্তা উদ্ধার করা দরকার তা উদ্ধার করতে কোনো আপোষ নেই। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে অঅনুমোদিত ব্যাটারিচালিত যানবাহন চিহ্নিত করে এগুলোর চলাচল বন্ধ নিশ্চিত করতে হবে। এগুলো যেভাবে বাড়ছে তাতে যানজট এবং দুর্ঘটনা দুটোই বাড়বে।’

মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে উদ্দেশে করে বলেন, ‘সারাদেশে যে ওজন নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে সেগুলো সচল করে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে।’

মন্ত্রী জানান, ‘৭টি ওজন নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে মাত্র ৫টি সচল রয়েছে। এগুলোতেও অনিয়ম দুর্নীতি রয়েছে। রাস্তা ঠিক রাখতে হলে ওভারলোডিং মেশিন কার্যকর করতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।