বৃষ্টির ফোঁটায় কাঁদলো শিশু বাঁচলো প্রাণ


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ মার্চ ২০১৭

শনিবার। বিকেল আনুমানিক ৫টা। রাজধানীর শাহআলী  থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকার আকাশে কালো মেঘ জমে আছে। এ সময় বেড়িবাঁধ সড়কের উভয় দিকে দ্রুত গতিতে ছুটে চলছে যানবাহন। যে কোন সময় বৃষ্টি নামতে পারে এ আশঙ্কায় পথচারীরা দ্রুত পা চালিয়ে গন্তব্যপানে পৌঁছাতে ব্যস্ত। হঠাৎ করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো রাস্তায়। ঠিক তখনই ডাস্টবিন থেকে মৃদু স্বরে এক শিশুর কান্না ভেসে এলো।

বিপ্লব নামের এক পথচারি কৌতুহলবশত এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনে মোড়ানো এক নবজাতক  পড়ে আছে ডাস্টবিনে। তিনি শিশুটিকে দ্রত হাসপাতালে পৌঁছে দিতে শাহআলী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

শাহআলী থানার এসআই জহির রায়হান নবজাতককে উদ্ধার করে সন্ধ্যায় ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করে।    

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।