সাত খুন : রানার জামিন আবেদন শুনতে অপারগতা


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের সাত খুন মামলার অন্যতম আসামি র্যাবের বরখাস্ত কর্মকর্তা এসএম রানার জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের বেঞ্চ।

রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও  বিচারপতি কবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হলে এ ঘটনা ঘটে।

রানার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী এসএম আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশির উল্লাহ।

শুনানির একপর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারক বিচারপতি কবিন্দ্র ঠাকুর বলেন, ইতোপূর্বে এই সাত খুনের মামলায় আমি স্বপ্রণোদিত হয়ে তদন্তের জন্য সরকারি তদন্ত কমিটি করে দিয়েছিলাম এবং পাশাপাশি রুলও ইস্যু করেছি। এ পর্যায়ে ব্যক্তিগত অসুবিধার কারণে জামিন আবেদন শুনতে পারবো না। এ পর্যায়ে আবেদনটি ফেরত দেয়া হয়।

এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।