যে পথ চলা হাজার গল্পের জন্ম দিলো


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ মার্চ ২০১৭

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের বিকেল। রাজধানীর হাতিরঝিলের চারদিকের সড়কে যেন মানুষের মিলনমেলা। এমন মানুষের ভিড়েই ভিন্ন স্বাদের আয়োজন চলছে ঝিলপাড়ের বেগুনবাড়ি ঘাটে। আকাশ তখন প্রায় কৃষ্ণকায়। দমকা হাওয়া বইছে। ফাগুন বেলার এমন উদাস বিকেলে সবাই যেন এক অন্য রকম পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে মিলছে। সবার চোখে-মুখেই বিস্ময়। সবাই সবার হতে চায়। ‘মানুষ মানুষের জন্য’ এটিই যেন আয়োজনের ব্রত।

আয়োজনে অংশগ্রহণকারী সবাই মানুষের জয়গানই গাইছে। মানুষে মানুষে ব্যবধান সুন্দর সুন্দর পৃথিবী গড়ার অন্তরায়, তারই প্রতিধ্বনি মিলল আশাবাদী মানুষের এ মিলনমেলায়। ‘আমরা মানুষের, তুমিও মানষেরই হও’ এমন দীপ্ত স্লোগান নিয়ে তারা পথ হাঁটল। যেন প্রতি কদমে জন্ম নিল মানুষের প্রতি ভালোবাসার গল্প।

সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতার জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। পথশিশুদের জন্য তহবিল সংগ্রহে হাতিরঝিলে ৫ কিলোমিটারব্যাপী এ ‘ওয়াকাথন’ প্রতিযোগিতায় প্রায় ২ হাজার জন অংশগ্রহণ করেন। তহবিলে অর্থ ব্যয় হবে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর ‘এক টাকায় আহার’ প্রোগ্রামে।

Pran

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- আঁখি আক্তার, অপ্সোরা, লিপি আক্তার, মিনোরা, কামরুল ইসলাম, সজল হাওলাদার, বদরুল ইসলাম, হায়দার জাহান, সুলতান সালাউদ্দিন এবং মাহবু্ব।

প্রতিযোগিতায় বিজয়ী আঁখি আকতার বলেন, ‘জীবনে অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। কিন্তু আজকের বিজয়ী হওয়ার আনন্দ সত্যিই অন্য রকম। এই আয়োজনের অর্থ যাবে পথশিশুদের জন্য গড়া হতবিলে। ভাবতেই ভালো লাগছে। চোখে জল আসছে।’

তিনি আরও বলেন, ‘সবাই যদি সবার পাশে দাঁড়াই তাহলে পৃথিবীতে কোনো দুঃখ থাকবে না। কোনো অভাব থাকবে না। একজন শিশুও অবহেলায় মারা যাবে না।’

অপর বিজয়ী প্রতিযোগী কামরুল ইসলাম বলেন, ‘সত্যিই অন্য রকম আয়োজন। বিজয়ী হয়েছি সেটা বড় কথা নয়, এখানে এসে মানুষ হিসেবে মানুষের দায় সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পেলাম। এমন আয়োজন করার আরও দাবি রাখি।’  

Pran

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন প্রাণ ড্রিংকিং ওয়াটারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে পথশিশুদের জীবনমান উন্নয়নে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজকের শিশু আগামীর সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনাময় শিশুদের মধ্যে লাখো শিশু সুবিধাবঞ্চিত। আমাদের সবার উচিত তাদেরকে সহযোগিতা করা। আর এই লক্ষ্যেই প্রাণ ড্রিংকিং ওয়াটার এই হাঁটা প্রতিযোগিতার আয়োজন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।